Author: SANTANU MAL

আমি এক বেকার যুবক (I am an unemployed youth)

🦋আমি এক বেকার যুবক🦋

শিক্ষিত হয়ে এ জীবনে কিবা পেয়েছি ?
শিক্ষাখাতে জীবনের বাইশ বছর ব্যায় করেছি ।
ঘুরেছি সরকারের দরজায়, দরজায় ,
অযথা করেছি আমার অর্থ ব্যায় ।

পারিনি যুঁচাতে পিতা-মাতার দুঃখ ,
যারা আমাকে অনেক যত্নে রেখেছিলো সুস্থ ।
পারিনি তুলে দিতে পিতামাতার মুখে অন্ন ,
যারা আমার জন্য তাদের সুখসাচ্ছন্দকে করেছিলো খন্ড খন্ড ।

আমি এক বেকার যুবক…………………
পাড়ার মোড়ে আমার নামে ওঠে গুজব !

Read More
পুলিশ (The police)

💢পুলিশ💢

পুলিশের P for Power,
করে দেবে সব শয়তানকে মানুষ আবার।
পুলিশের O for Order,
পাল্টে দেবে দুনিয়ার Border.
পুলিশের Lfor Loyality,
শেষ করবে সব গন্ডোগোলের পুঁথি ।
পুলিশের I For Inteligency,
lentifly করাবে শয়তানদের Game গুলি ।
পুলিশের C For Courage,
করতে পারে সব রকমের Manage.
পুলিশের E For Enconter,
গঠন করবে শান্তিময় ভারত আবার।

শান্তনু মাল।

Read More
X
×