Sorry, nothing in cart.
ধর্ষণ হয় বিরামহীন।
খবরের কাগজের পাতা –
জুড়ে সংযোজিত হয় আরেকটা শিরোনাম।
আবারো কোনো আসিফা,কিংবা দামিনী।
একটি নারী শরীরের সাথে প্রতিবার ধর্ষিত হয়, –
আবারো সমগ্র নারী জাতি।।
পরম নির্মমতায় কোনো নারীকে ধর্ষণ পূর্বে –
তোমার অমানুষিক বিবেক একবার ও ভাবে না,
তোমার জন্ম কোনো না কোনো নারী গর্ভে,
হয়তো বা কোনো নারী তোমার আপন সহোদরা।
তোমার দীর্ঘায়ু কামনায় ,কোনো নারীর সিমন্তে,